সমপ্রচারে দুই বোনের জীবনের গল্প

| সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

শিউলি আর মালা, দুই বোন। মফস্বল শহরের তাদের জন্ম ও বেড়ে ওঠা। বাবা তমিজউদ্দিনকে সবাই চেনে একজন গুণী শিল্পী হিসাবে। এক বছর হলো প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছে। শিউলি মাস্টার্স শেষ করতে পারেনি, তার আগেই সংসার চালাতে নেমে গেছে টিউশনিতে। তবে মালা যথেষ্ট মেধাবী হওয়ায় সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় মেধাবৃত্তি নিয়ে। এমনই এক ছিমছাপ টানাপড়েনের সংসারের গল্প নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘শিউলি মালা’।

যেখানে মূলত দুই বোনের স্ট্রাগলের গল্প উঠে আসবে। খলিল জিবরানের রচনায় এটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও কেয়া পায়েল। ধারাবাহিকটি প্রচার শুরু হয়েছে গতকাল রোববার থেকে দীপ্ত টিভিতে।

প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, রুনা খান, খলিলুর রহমান কাদেরী, শ্যামল মাওলা, সমাপ্তি মাশুক, জয়রাজ, আরেফিন জিলানী, শারমিন সুলতানা শর্মীসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধব্যাট হাতে মিরাজ এবং লিটন মিলে গড়লেন বিশ্বরেকর্ড
পরবর্তী নিবন্ধ‘তুফান’ বইবে ওটিটির দুই প্ল্যাটফর্মে