বর্তমান সমাজে মাদক হচ্ছে একটি ভয়াবহ ব্যাধি। এটির দ্বারা সমাজ ও দেশ ধ্বংস হয়। এখান থেকে মুক্তি ছাড়া উপায় নেই। নিমর্ূূল করতে হবে। তবে সেটা কারো একার পক্ষে সম্ভব নয়। সমন্বিত উদ্যোগে এটির বিরুদ্ধে কাজ করতে হবে। পাশাপাশি আমাদের সচেতন হতে হবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। গতকাল রোববার সকালে নগরীর স্টেশন রোডের পর্যটন মোটেল সৈকতের পার্কি হলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি।’ আলোচনার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘ক’ ও ‘খ’ গ্রুপে রচনা ও ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী মোট ২৮ জনকে পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আরো বলেন, সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পারিবারিকভাবে এগিয়ে আসতে হবে। মাদককে ‘না’ বলে সমাজ ও দেশ থেকে মাদক রোধে সবাইকে স্বোচ্চার হতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শামসুল আলম, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ, বিজিবি-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ ও কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার রাসেল মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অনুষ্ঠানের আগে মাদকবিরোধী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।