চন্দনাইশ পৌরসভার একটি কর্মশালায় উপস্থিত না হয়ে ‘সমন্বয়হীনতার প্রতিবাদ জানিয়েছেন পৌরসভার ১২ জন কাউন্সিলর। কর্মশালায় সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলররাসহ ৪০ জন উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ২৮ জন। গতকাল সকালে পৌরসভার এ কর্মশালায় কোনো কাউন্সিলর উপস্থিত ছিলেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্সিলরদের কয়েকজন জানান, পৌর মেয়র পৌরসভার বরাদ্দ ও উন্নয়নমূলক কার্যক্রমে কাউন্সিলরদের সাথে সমন্বয় করেন না। অনেক সময় বরাদ্দ আসলে কাউন্সিলররা জানতেও পারেন না। তাই প্রতিবাদস্বরূপ ওয়ার্কশপে উপস্থিত হননি তারা। তাছাড়া গত ২৭ সেপ্টেম্বের মাসিক সমন্বয় সভায়ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
জানা যায়, গতকাল সকালে নির্দিষ্ট সময়ে পৌরসভা মিলনায়তনে পৌরসভা পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা। প্রধান নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. মহসিন। প্রধান বক্তা ছিলেন স্যানিটেশন ও পরিবেশ প্রকৌশলী ফাহাদ মো. ফরহাদুল ইসলাম।
এ ব্যাপারে স্যানিটেশন ও পরিবেশ প্রকৌশলী ফাহাদ মো. ফরহাদুল ইসলাম সাংবাদিকদের জানান, পৌর নাগরিকদের মাঝে সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ৪০ জন ব্যক্তি উপস্থিত করার কথা থাকলেও ১২ জন কাউন্সিলরের মধ্যে কেউই উপস্থিত ছিলেন না।
এ ব্যাপারে পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা জানান, চন্দনাইশ পৌরসভায় পাবলিক টয়লেট নির্মাণ না হওয়াসহ চলমান প্রকল্পের কাজ নিয়ে কাউন্সিলররা বিরক্ত হয়েছেন। যার কারণে কাউন্সিলররা উক্ত ওয়ার্কশপে উপস্থিত হননি।