সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই : সারজিস

| বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া এ সংগঠনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। গতকাল বুধবার আন্দোলনের আরেক সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের স্বপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। পোস্টে সারজিস লেখেন, নাহিদ, আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। ডিজিএফআইডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাতরা আরও তিন মাস আগেই নিজেদেরকে হত্যার জন্য বিলিয়ে দিয়েছিল। খবর বিডিনিউজের।

সচিবালয়ের মূল ফটকে গত সোমবার উপদেষ্টা নাহিদ ইসলামের সামনে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ নিয়ে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া কিছু বক্তব্য ও স্লোগান নিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সারজিস এমন পোস্ট দিলেন।

সারজিস লেখেন, স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল। সহযোদ্ধাদের মধ্যে মানঅভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না।

এ বন্ধন এমনি এমনি তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে।

পোস্টে সারজিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও অন্যতম কয়েকজন সমন্বয়কের নাম তুলে ধরে তাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেছেন। তিনি বলেন, মাহিন সরকার, আবু বাকের মজুমদার, আব্দুল কাদের, রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি।

স্ট্যাটেসের শেষে ‘সাবধান’ লিখে সতর্ক করেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই সমন্বয়কম, যিনি এখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চদশ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক
পরবর্তী নিবন্ধনতুন উপদেষ্টাদের নিয়ে জনগণের অনাগ্রহ থাকলে খতিয়ে দেখব : মাহফুজ