সমঝোতা স্মারক স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার এই সরকারের নেই : অলি

| সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকার ভারতের ‘সেবাদাস’ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিএলডিপির সভাপতি অলি আহমেদ বীর বিক্রম। গতকাল রোববার বিকালে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারতের সঙ্গে দেশের সমপ্রতি সম্পাদিত চুক্তিসমাঝোতার নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে অলি আহমেদ বলেন, এই অবৈধ সরকারের কোনো এমওইউ (সমঝোতা স্মারক) সই করার সাংবিধানিক অধিকার নেই। কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। বিশেষ করে, অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যে এমওইউ স্বাক্ষর করেছে, তাতে দেশের জন্য অনেকগুলো ক্ষতিকর, সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে। আওয়ামী লীগ যেনতেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। এরা (সরকার) তাদের (ভারত) সেবাদাস হিসেবে কাজ করছে, ক্রীতদাস হিসেবে কাজ করছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সংযুক্তির ব্যাখ্যা দিতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বিদ্যমান যোগাযোগের প্রসঙ্গ টেনে আনেন এলডিপির সভাপতি। খবর বিডিনিউজের। তিনি বলেন, কানেকটিভি হয় কখন? আপনার সাথে যখন আমার কোনো ধরনে সমস্যা থাকে না, যেটা আমি বলেছি ইউরোপর কথা। ইউরোপে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য কোনো ভিসার প্রয়োজন পড়ে না। তারা এক দেশ অন্য দেশের ওপর হস্তক্ষেপ করে না, তারা একদেশ অন্যদেশের ওপর অবৈধভাবে নির্বাচন করার জন্য সাহায্য করে না, কাউকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সাহায্য করে না। ভারত অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার জন্য এবং বাংলাদেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করার জন্য তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। সুতরাং এখানে দুইদেশের মধ্যে কোনো সমতা নেই।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কিউআর যুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম চালু
পরবর্তী নিবন্ধসকলের প্রচেষ্টায় পটিয়াকে মডেল শহরে রূপান্তর করা হবে