ইডিইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. নাজিম উদ্দীন আজ ১৪ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনীতে অবস্থিত ম্যাকোয়ারি ইউনিভার্সিটি সফরে যাচ্ছেন। তিনি সেখানে একাডেমিক পার্টনার ইন্টারন্যাশনাল ভিজিটর প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। এ উদ্যোগ জ্ঞান বিনিময়, যৌথ অনুসন্ধান এবং আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। এই চুক্তি যৌদথ গবেষণা প্রকল্প, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং বিস্তৃত একাডেমিক কার্যক্রমে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।