সমঝোতা করেও কাজ শুরু করলেন না প্রাইমমুভার চালকেরা

কেডিএস লজিস্টিকে ৬ষ্ট দিনের মতো বন্ধ পণ্য বোঝাই কন্টেনার আনা নেয়ার কাজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

বন্দর ভবনে বৈঠক করে কাজে শুরু করার ঘোষণা দেয়া হলেও কেডিএস লজিস্টিকের প্রাইমমুভার চালক এবং সহকারীরা কাজে যোগ দেননি। এতে করে এই আইসিডিতে আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার আনা নেয়ার কাজ ৬ষ্ট দিনের মতো বন্ধ রয়েছে।

এতে করে রপ্তানি পণ্য বেঝাই কন্টেনার না নিয়েই বন্দর ছাড়তে বাধ্য হয়েছে বেশ কয়েকটি বিদেশী কন্টেনার জাহাজ। একইভাবে বন্দরের অভ্যন্তরেও এই আইসিডির নামে আসা আমদানি পণ্য বোঝাই কন্টেনার আটকা পড়েছে।

গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর ভবনে সরকারি দুইটি গোয়েন্দা সংস্থার মধ্যস্থতায় কেডিএস লজিস্টিক কর্তৃপক্ষ প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন দাবি-দাওয়ার ব্যাপারে আলোচনা হয় এবং উভয়পক্ষ সমঝোতায় পৌঁছে রাত থেকে কাজে যোগ দেয়ার কথা বলে। কেডিএস কর্তৃপক্ষ এবং প্রাইমমুভার চালকদের সমঝোতায় সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি দেখা দেয়। কিন্তু রাতে কাজ শুরুর আগ দিয়ে প্রাইমমুভার চালক সহকারীরা আবারো বিগড়ে যান। তারা কাজ শুরু না করে ধর্মঘট অব্যাহত রাখে।

উল্লেখ্য, কেডিএস লজিস্টিকের ৯৭টি প্রাইমমুভারের চালক সহকারী গত ৩০ সেপ্টম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে কেডিএস গ্রুপের স্টাফ হিসেবে স্থায়ী নিয়োগপত্র, গ্র্যাজুয়িটি, কর্মঘন্টা, ওভারটাইম এবং ট্রিপসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন। এতে চট্টগ্রাম বন্দরের সহায়ক এই প্রতিষ্ঠান থেকে দৈনিক চার শতাধিক পণ্য বোঝাই কন্টেনার বন্দরে আনা নেয়া বন্ধ রয়েছে।

কেডিএস লজিস্টিকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজাদীকে বলেছেন, বন্দর ভবনের বৈঠকে সমঝোতা হলেও রাতে আবার উল্টে যায়। কাজ শুরুর কথা থাকলেও পরে করেনি।

পূর্ববর্তী নিবন্ধনগরীর হোটেল পেনিনসুলার বেইজমেন্টে আগুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন আক্রান্ত ২৯, মৃত্যু ১ জনের