মহামারী কোভিডের কথা মনে পড়লেই শিহরিত হই। বিশ্বজুড়ে এই মহামারী রোগে মারা গেলো অগুনিত মানুষ। আর তারই চিত্র যখন তুলে ধরেন শিল্পী সঞ্জয় কুমার দাশ–তখন মন ভারাক্রান্ত হয়ে ওঠে।
এমন সব সমকালীন ভাবনায় আঁকা ছবি নিয়ে চট্টগ্রামের পাঁচজন চিত্রশিল্পীর চিত্র প্রদর্শনী হয়ে গেল গত ১২ জুলাই–১৯ জুলাই ২০২৪ চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। গত ১২ জুলাই ২০২৪ তারিখে Spectrum of Perspective শিরোনামে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্র শিল্পী অধ্যাপক খাজা কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটার নির্বহী পরিচালক শিশির দত্ত, আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের পরিচালক মি. ব্রুনো ল্যাকরাম্পে এবং উপ–পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী।
আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম একসময়ে শিল্পানুরাগীদের মিলনস্থল হিসেবে ব্যাপক পরিচিত ছিল। দীর্ঘ বিরতির পর আবারও সেই আগের মতোই জমে উঠছে। আগে চট্টগ্রামে নিয়মিত চিত্র প্রদর্শনী হতো। দেশবরেণ্য চিত্র শিল্পীদের আঁকা ছবি নিয়ে আলাপ–আলোচনা হতো। চারুকলার শিক্ষার্থী, শিক্ষক, শিল্পানুরাগীদের নানান আলোচনায় উঠে আসতো শিল্প দর্শন, শিল্প ভাবনা। এই চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এমনটাই বললেন। স্মৃতি রোমন্থন করলেন।
অধ্যাপক খাজা কাইয়ুম এই প্রসঙ্গে বললেন: আজকের তরুণ চিত্র শিল্পীদের নতুন নতুন চিত্র ভাবনা আগামীর ছবি আঁকাকে সমৃদ্ধ করবে।
বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত স্মৃতিচারণে বলছিলেন, দেশ বরেণ্য চিত্র শিল্পীদের সাথে ছবি নিয়ে আলাপ–ছবি দেখা ইত্যাদি আমাদের ঋদ্ধ করেছে। নতুন প্রজন্মের শিল্পীরাও এমনভাবে উত্তরসূরীদের মতো এগিয়ে আসবে। চট্টগ্রামের চিত্রশিল্পকে সমৃদ্ধ করবে।
Spectrum of Perspective শীর্ষক এই চিত্র প্রদর্শনী যে পাঁচজন চিত্রশিল্পীর আঁকা ছবি নিয়ে হয়েছে, তাঁরা হচ্ছেন : জাবের আহমেদ চৌধুরী, অরুণ কুমার শীল, সঞ্জীব বড়ুয়া, সঞ্জয় কুমার দাশ এবং উত্তম কুমার তালুকদার।
প্রদর্শনীতে নজর কাড়ে–মঞ্চে বিশাল ক্যানভাস। শিল্পী সঞ্জয় কুমার দাশ যাপিত জীবনের উপর এঁকেছেন এই স্ক্রল পেইন্টিং। এটি ছাড়াও এই শিল্পীর মহামারী কোভিডের উপর আঁকা ছবিগুলো মনকে নাড়া দেয়। যা কখনো ভুলে যাবার নয়।
শিল্পী উত্তম কুমার তালুকদার ড্রইং এবং মিশ্র মাধ্যমে সমকালীন সময়কে এঁকেছেন।
শিল্পী যাবের আহমেদ চৌধুরীর আঁকা আটটি জলরঙে ফুটিয়ে তুলেছেন চিত্ত যেথায় ভয় শূন্য–এমন ভাবনাকে।
দেশভাগকে উপজীব্য করে শিল্পী অরুণ কুমার শীলের পেন স্কেচ এবং ড্রইং–এ আঁকা ছবি দেখে সেই সময়ের কাহিনী মনে পড়ে যায়। শিল্পী অরুণের ছবির বিষয়বস্তু হৃদয়গ্রাহী।
বর্তমান সামাজিক–রাজনৈতিক অনুষঙ্গকে ছবি আঁকার বিষয় হিসেবে বেছে নিয়েছেন সঞ্জীব বড়ুয়া।
অনেক দিন পর আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম এমন চিত্র প্রদর্শনীর আয়োজন করে চিত্র প্রদর্শনীর খরাকাল কাটিয়ে উঠতে সাহায্য করেছে। এইজন্য আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম–এর পরিচালক মি. ব্রুনো ল্যাকরাম্পেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও এমন সুন্দর চিত্র প্রদর্শনীর আয়োজন অব্যাহত থাকবে।