সমকালীন জনজীবন, কান্না ভালোবাসা আর প্রেম

শিল্পকলায় ২৭ শিল্পীর শতাধিক চিত্রকর্মের প্রদর্শনী

আজাদী ডেস্ক | শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

ফাইন আর্টস ফোরাম ফেনী আয়োজিত দলগত চিত্র প্রদর্শনী গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারিতে শুরু হয়েছে। ওইদিন প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক চিত্রশিল্পী খাজা কাইয়ুম।

 

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শিল্পী সুফিয়া বেগম ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক কবি জাহিদ মুস্তফা।প্রদর্শনীতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত ২৭ জন চিত্রশিল্পীর তেল রং, জল রং, চারকোল, এক্রিলিক, ওরিয়েন্টালসহ বিভিন্ন মাধ্যমে আঁকা চিত্রকর্ম ও ভাস্কর্য মিলিয়ে শতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন সমর মজুমদার, কাজি গোলাম কিবরিয়া, আশরাফুল হাসান, নাহিদা

শারমিন, কুদসিয়া ডালিয়া, মাজহারুল ইসলাম পাটোয়ারী, শাকিলা চয়ন, হায়দারী আন্দালুসিয়া, কিশান মোশাররফ, মো. সাজ্জাদ ইসলাম, ফাহাদ হাসান কাজমী, বিপ্লব রায়, নওশিন তারান্নুম, তৌহিদ শিমুল, শাহনাজ আক্তার আঁখি, শিবলী হাওলাদার, তানজিনা আক্তার, সুভাষ সুত্রধর, মুন রহমান, আশিকুর

রহমান, সূচি ধর, পিসি রুবেল, সৌরভ শীল, আয়শা আক্তার, প্রফেসর ইকবাল করিম, লক্ষী রহমান, পলাশ চন্দ্র সরকার, মাধবী রাণী নাথ, মনিদীপা দাশগুপ্ত ও তানজিনা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধসিরাজুল হকের মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধবাড়বকুণ্ডে যুবলীগ কর্মী গ্রেপ্তার