সমকালের কাঠগড়ায় গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন সমকালকে ধারণ করা একজন সমাজমনস্ক লেখক। তিনি সমাজ, রাষ্ট্র, নীতি ও আদর্শের ক্ষেত্রে বরাবরই আপোষহীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একজন লেখকের যে বস্তুনিষ্ঠ ভাবধারা থাকা দরকার প্রাবন্ধিক রেজাউল করিম স্বপনের মধ্যে তা রয়েছে। গতানুগতিক ভাবধারা নেই তাঁর মধ্যে, রয়েছে একটি নিরপেক্ষ ভাব। সমকালের কাঠগড়ায় গ্রন্থে তিনি শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, নিরাপদ খাদ্য, শব্দ ও বায়ু দূষণ, বেকারত্ব, দ্রব্যমূেল্েযর ঊর্ধ্বগতি, ই কমার্স, মেট্রোরেল, পর্যটন শিল্পসহ অসংখ্য বিষয়ের ওপর আলোকপাত করেছেন। এসব বিষয়ে তিনি যেমন সমস্যা ও সংকটের কথা উল্লেখ করেছেন ঠিক তেমনি সংকট উত্তোরণের উপায়ও বলেছেন। তাঁর এইসব বিষয়ে গভীর পর্যবেক্ষণ পাঠক উপলব্ধি করতে পারবেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে পাঠ উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। আলোচক ছিলেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড. উজ্জ্বল কুমার দেব, অধ্যাপক মুনীরুল ইসলাম, অধ্যাপক আমিরুল মোস্তফা, অধ্যাপক মুজিব রাহমান, প্রাবন্ধিক নেছার আহমদ, সংগঠক পরিমল ধর, মুহাম্মদ মহসিন চৌধুরী, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, সংগঠক ও শিক্ষাবিদ মাজহারুল হক। অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন। ড. আনোয়ারা আলম বলেন, সমকালের কাঠগড়ায় গ্রন্থটি সমসাময়িক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর লেখা অত্যন্ত তথ্যবহুল। সমাজের ও দেশের নানা অসঙ্গতি তিনি দারুণভাবে তুলে এনেছেন। প্রফেসর রীতা দত্ত বলেন, রেজাউল করিম স্বপনের লেখায় শক্তি আছে প্রচণ্ড গতি আছে। গঠনমূলক পর্যবেক্ষণ আছে। আশা করি বইটি পাঠক মহলে বেশ সমাদৃত হবে। সভাপতির বক্তৃতায় শিশুসাহিত্যিক রাশেদ রউফ বলেন, রেজাউল করিম স্বপন একজন পরিপাটি সুশৃঙ্খল ও নিষ্ঠাবান লেখক। সাংগঠনিক কাজেও তিনি উদারহস্ত।