গণতন্ত্র, আইনের শাসন, সাম্যের কথা সবাই বলছে, কিন্তু কর্তৃত্ববাদী স্বভাব ত্যাগ না করার কারণে মানবাধিকার পদে পদে বাধাগ্রস্থ হচ্ছে। একসময়ের ধনী দেশ বাংলার টাকা দিয়ে শিল্প বিপ্লব ঘটেছে। ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের লোক এখানে বসে বাণিজ্য করে নিজেরা সমৃদ্ধ হয়েছে, এদেশকে করেছে দরিদ্র, ইসরায়েল, গাজায় গণহত্যা চালিয়ে ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। ইউরোপ তথা পশ্চিমাদের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বুঝে ‘ট্রান্সপারেন্সি’ চর্চার মধ্য দিয়ে এদেশে মানবাধিকার রক্ষা করা সম্ভব। মনে রাখতে হবে, নাগরিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানবাধিককার সুরক্ষিত হয়। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার উদ্যাপন কমিটি, চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে কবি, প্রাবন্ধিক আবুল মোমেন এসব কথাগুলো বলেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্যাপন কমিটি, চট্টগ্রামের আহ্বায়ক তাপস হোড়ের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন, প্রফেসর রনজিত কুমার দে, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, প্রফেসর মোস্তফা কামাল যাত্রা, সাজিদুল হক হাসান। স্বাগত বক্তব্য দেন, শরৎজ্যোতি চাকমা। প্রেস বিজ্ঞপ্তি।