সভ্য, সুন্দর ও মানবিক হোক আমাদের মানসিকতা

শায়েলা আহমেদ | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

প্রকৃতির বিচার বলে একটা কথা আছে। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। আজকাল মানুষের মন থেকে দয়া, মায়া, মমতা, সহমর্মিতা, সততা, ভালোবাসা এইসব মানবিক গুণাবলী উঠে যাচ্ছে। দেখা যাচ্ছে বিনা কারণেই মানুষ প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে। হিংসার দাবানলে এরা জ্বলছে ভিতরে ভিতরে। আর তাই অন্যের ক্ষতি করতে এদের প্রাণ কাঁদে না। এ ধরনের মানুষ বড় লোভী ও স্বার্থপরও হয়ে থাকে। আমি দেখেছি মানুষ আজকাল বড়ই অকৃতজ্ঞ, স্বার্থপর, অবিবেচক, বিবেকহীন, হৃদয়হীন নিষ্ঠুর ও মিথ্যাবাদীও বটে। ইসলামের আদর্শ থেকে এরা সরে গেছে। তাই নির্লিপ্তভাবে অন্যের ক্ষতি করার প্রয়াস পাচ্ছে। গত কয়েক দশকে পৃথিবী খুব দ্রুত বদলে গেছে। এর চেয়েও দ্রুত বদলেছে মানুষের মন মানসিকতা। চরিত্রের সুকুমার বৃত্তিগুলো দয়া, মায়া, মমতা, মানবিকতা বদলে রূপ নিয়েছে নিষ্ঠুরতায়। এমন হেন কাজ নেই যা কিনা আজকাল মানুষ পারে না! এরা সবই করতে পারে…… নিষ্ঠুরতার চরমেও পৌঁছাতে পারে। চরম অন্যায়ও করতে পারে। মানুষের মনে কষ্ট দেয়ার প্রতিযোগিতা যেনো পাল্লা দিয়ে বেড়ে গেছে। অবলীলায় মানুষ মানুষের মনে কষ্ট দেয়। এরা একবারও ভাবে না, মনের মালিক আল্লাহ। মনে কষ্ট দিলে সেই কষ্ট অভিশাপ হয়ে ঝরে পড়ে।
ইসলাম সাম্য ও মৈত্রীর ধর্ম। একথা আজ মানুষ নামের কিছু অমানবিক মানুষ ভুলতে বসেছে। যারা অন্যের ভালোটা দেখে হিংসাত্মক মনোভাব নিয়ে তার পিছনে পড়ে এদের কখনো কল্যাণ হয় না। হতে পারে না। আজ না হোক কাল, একদিন না একদিন খারাপ কাজের প্রতিফল সে এই দুনিয়াতেই পেয়ে যাবে। প্রকৃতির হিসেব নির্ভুল। কেউ এর থেকে পরিত্রাণ পেতে পারে না। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। অন্যায়, অবিচারের ফল সে এ দুনিয়াতেই পেয়ে থাকে। মানুষ লোভের আঁধারে অন্ধ হয়ে থাকে বলে এ কথা ভাবে না। লোভ আর হিংসা মানুষকে অন্ধ করে দেয়। একজন ভালো মানুষ কখনোই অন্যের চলার পথে কাঁটা হতে পারে না। অন্যের কষ্টে তাদের মন ব্যথিত হয়। কিন্তু মন্দ লোকেরা তা অনুধাবন করতে পারে না। হৃদয় মন এদের কঠিন শিলাসম। সভ্য, সুন্দর ও মানবিক হোক আমাদের মানসিকতা, আমাদের হৃদয়মন।

পূর্ববর্তী নিবন্ধবেকারত্ব দূরীকরণে কর্মমুখী শিক্ষা চাই
পরবর্তী নিবন্ধকরোনাকালের অর্জন