আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারেন্টিং কনসালটেন্ট, ব্রিটিশ অ্যাম্পায়ার মেম্বার (এমবিই) শিক্ষাবিদ ড. মোহাম্মদ আবদুল বারী বলেছেন, একটা সভ্য দেশ গড়তে নাগরিক দায়িত্বকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে। সভ্য সমাজ গঠনে একটি নবজাগরণের বাংলাদেশ দরকার। এই নবজাগরণের বাংলাদেশ হবে নৈতিকতা ও মূল্যবোধ আশ্রিত এবং দুর্নীতিমুক্ত। তিনি বলেন, প্যারেন্টিং হচ্ছে মানুষ গড়ার হাতিয়ার। তাই এই কাজ পরিবার থেকেই শুরু করতে হবে। মা–বাবা শিক্ষিত ও দীক্ষিত হলে জাতিও আলোকিত হয়। জাতিকে একটা নাড়া দিতে হবে। যাতে নাগরিক দায়িত্বেও নব জাগরণের বাংলাদেশ গড়ে ওঠে।
গতকাল বুধবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. আ জ ম ওবায়েদুল্লাহর সভাপতিত্বে এই আয়োজনে বক্তব্য দেন, আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহছানউল্লাহ, আইআইইউসি’র ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং মটিভেশনাল লেখক আহসান হাবীব ইমরোজ। সঞ্চালনা করেন আইআইইউসি’র স্টুডেন্ট ওয়েলফেয়োর অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। উল্লেখ্যে ড. মোহাম্মদ আবদুল বারী তিনটি পর্বে আইআইইউসি’র শীর্ষ নির্বাহী, শিক্ষার্থী ও শিক্ষক–কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।