সভ্যতার রূপায়ণে কবি ও কবিতা অবিচ্ছেদ্য

তারুণ্যের উচ্ছ্বাসের কবিতা উৎসব

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পাঁচ বছরের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো এবারও বর্ণিল অনুষ্ঠানমালায় নগরে শুরু হয়েছে তিন দিনের কবিতা উৎসব। গতকাল বৃহস্পতিবার বিকেলে এমএম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমিতে তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়।

উদ্বোধনী বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও লেখিকা বেগম মুশতারী শফীর প্রতিকৃতিতে। এ উৎসব তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সদস্যসচিব অধ্যাপক ড. রূপা চক্রবর্ত্তী, দক্ষিণ জেলা আ. লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন বেগম মুশতারী শফীর সন্তান মেহরাজ তাহসিন শফী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব সভ্যতার রূপায়ণে কবি ও কবিতা অবিচ্ছেদ্য অংশ। বিপ্লবীর রক্তে রঞ্জিত এ চট্টগ্রামে লিখিত হয়েছে শোষণমুক্তির মহাকাব্য। এখানেই রচিত হয়েছে একুশের প্রথম কবিতা। তারই ধারাবাহিকতায় বন্দরনগরের বাঁকে বাঁকে জমা আছে কবিতার প্রবহমানতা। কবিতাকে ঘিরে তারুণ্যের উচ্ছ্বাসের এ বিশাল আয়োজন সেই প্রবহমানতারই ধারাবাহিকতা।

বেগম মুশতারী শফীর লেখা থেকে পাঠ করেন অঞ্চল চৌধুরী, শুভ্রা বিশ্বাস, মিলি চৌধুরী, রেখা নাজনীন, ফারুক তাহের ও প্রণব চৌধুরী। শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন আয়েশা হক শিমু, লুবাবা ফেরদৌসি সায়কা, বনকুসুম বড়ুয়া নূপুর, শাহরীয়ার তানজিম, শাহেদুল ইসলাম, জলি চৌধুরী, অনন্যা চৌধুরী, শামীমা ইয়াছমিন, তৈয়বা জহির আরশি, অনির্বাণ চৌধুরী, উমে সিং মারমা প্রমুখ। কবিতাপাঠ করেন কবি স্বপন দত্ত, সাথী দাশ, কমলেশ দাশগুপ্ত, রিজোয়ান মাহমুদ, নাজিমুদ্দীন শ্যামল, বিদ্যুৎ কুমার প্রমুখ।

আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে সকাল ১০টা থেকে। সকালে রয়েছে তারুণ্যের উচ্ছ্বাস সদস্য সম্মিলন। বিকেলে রয়েছে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা। এরপর কথামালা এবং ‘শান্তনু বিশ্বাস স্মৃতি প্রণোদনা পদক’ প্রদান অনুষ্ঠান। এ বছর পদক পাচ্ছেন নন্দিত আবৃত্তি ও গল্পকথনশিল্পী তামান্না তিথি। এ পর্বে প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। দেশের ৮টি বিভাগ থেকে আমন্ত্রিত শিল্পীরা আবৃত্তি পরিবেশন করবেন।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে ‘অ্যাডমিশন ফেস্টিভ্যাল’
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের প্রশিক্ষণ কর্মশালা