সভায় বক্তারা কন্যাশিশু সুরক্ষায় সবাইকে এগিয়ে আসবে হবে

শিশু একাডেমিতে আলোচনা

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অংশ হিসেবে জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমি চট্টগ্রামের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা, আবৃত্তি প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. নুরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে ও আবৃত্তি প্রশিক্ষক অ্যাডভোকেট মিলি চৌধুরী এবং স্বাগতা বড়ুয়া নদীর সঞ্চালনায় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু ও সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। শেষে কন্যা শিশুরা আবৃত্তি, নৃত্য ও দলীয় সংগীত পরিবেশন করেন।
সভায় বক্তারা বলেন, কন্যা শিশুদের প্রতি কোন ধরনের বৈষম্যমূলক আচরণ করা উচিত নয়। তাদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজে আদর্শ মানুষের প্রতিকৃতি হচ্ছেন শিক্ষক
পরবর্তী নিবন্ধইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালককে সংবর্ধনা