সভায় নাম না বলায় কথা কাটাকাটি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৩:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইসহাক মিয়ার স্মরণ সভায় নাম না বলায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্চু ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এসময় যুবলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে শোর চিৎকার করলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে তা থেমে যায়। গতকাল রোববার বেলা ১২ টায় নগরীর আগ্রাবাদ বাদাতমলী মোড়ে গুলশান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য, গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইসহাক মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
সভায় উপস্থিত আওয়ামী লীগের দুই নেতা জানান, সভা সঞ্চালনায় চৌধুরী হাসান মাহমুদ হাসনী উপস্থিত নেতাদের নাম বললেও যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু এবং নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর নাম না বলায় সভায় উপস্থিত যুবলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
এসময় যুবলীগের এক নেতা মহিউদ্দিন বাচ্চুকে বলেন, ভাইয়া, হাসনী ভাই সবার নাম বলেছেন, আপনার নাম বলেননি। তখন মহিউদ্দিন বাচ্চু বলেন, উনি ( চৌধুরী হাসান মাহমুদ হাসনী) না বললে কি হয়েছে-দলের সেক্রেটারি (মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন) বলেছেন তো। এসময় চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, সব নাম কি আমি বলবো নাকি! এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে মহানগর আওয়ামী সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীসহ সিনিয়র নেতারা দুই জনকে শান্ত করান।
উল্লেখ্য, গত ৩০ মে নগর যুবলীগের সম্মেলনে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। এরপর থেকে মহিউদ্দিন বাচ্চু মহানগর আওয়ামী লীগের সভা-সমাবেশে নিয়মিত উপস্থিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন ব্রিজ এলাকায় তিন ছিনতাইকারী আটক
পরবর্তী নিবন্ধলাভ লেনে ওয়াসার গভীর নলকূপের পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া