চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ এবং গণনা শেষে গতকাল রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে সভাপতি, সেক্রেটারিসহ সম্পাদকীয় আটটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী ঐক্য পরিষদের প্রার্থীরা। এছাড়া ৯টি সদস্য পদের তিনটিতেও সংগঠনটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকী ছয়টি সদস্য পদ ভাগাভাগি করেছেন আওয়ামীপন্থী সমন্বয় পরিষদ ও নির্দলীয় সম্মিলিত পরিষদের প্রার্থীরা।
নির্বাচন কমিশনসূত্র জানায়, সভাপতি, সেক্রেটারিসহ ১১ পদে ঐক্য পরিষদের যারা জয় পেয়েছেন তারা হলেন, সভাপতি পদে মো. আবু তাহের, সহ–সভাপতি পদে এহতেশামুল আলম চৌধুরী, সেক্রেটারি পদে বাকা উল্লাহ চৌধুরী (ইরান), যুগ্ম সম্পাদক পদে চৌধুরী খালিদ বিন সরওয়ার (জনি), কোষাধ্যক্ষ পদে সঞ্জয় আচার্য্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে রিংকু দত্ত, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে কুতুব উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. ইয়াছিন, সদস্য পদে মো. দিদারুল আলম (রনি), মো. সাইদুল হক মজুমদার ও মোহাম্মদ ইউসুফ। আওয়ামীপন্থী সমন্বয় পরিষদের সদস্য পদে জয়ী তিনজন হলেন, মো. সাখাওয়াত হোসাইন (জুয়েল), মো. আব্দুল আলিম চৌধুরী ও মো. নোমান রেজা। নির্দলীয় সম্মিলিত পরিষদের সদস্য পদে জয়ী তিনজন হলেন, ফাহিমা হক লিনা, জিন্নাত আরা বেগম (তানিয়া) ও মোমতা হেনা নুর।
সেক্রেটারি পদে জয় পাওয়া বাকা উল্লাহ চৌধুরী (ইরান) আজাদীকে বলেন, ১৭ টি পদে নির্বাচন হয়েছে। এরমধ্যে সভাপতি, সেক্রেটারিসহ সম্পাদকীয় আটটির সবকটিতেই আমরা (ঐক্য পরিষদ) জয় পেয়েছি। এছাড়া ৯ টি সদস্য পদের তিনটিতে আমাদের প্রার্থী জয় পেয়েছেন। বাকী ছয়টি সদস্য পদের তিনটিতে আওয়ামীপন্থী সমন্বয় পরিষদ ও তিনটিতে সম্মিলিত পরিষদ জয় পেয়েছেন।