সভাপতি পদে ১৪ ও সা. সম্পাদক পদে ১৪ প্রার্থীর বায়োডাটা জমা

২০ বছর পর উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৩ সালে সর্বশেষ উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের অ্যাডহক কমিটি গঠিত হয়েছিল। এরপর ২০১৩ সালে ত্রিবার্ষিক সম্মেলন করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। আজ সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহউদ্দীপনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক একাধিক নেতা চালাচ্ছেন তদবির।

উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপ উপজেলায় নেতাকর্মীরা পছন্দের প্রার্থীর ছবি দিয়ে তৈরি করেছেন ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড।

সম্মেলনকে সফল ও সার্থক করতে ইতোমধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উত্তর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ৯টি উপপরিষদের নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্মেলনে ৪৫০ জন কাউন্সিলর ও ১ হাজার জন ডেলিগেট উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন পর উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির জন্য সভাপতি পদে ১৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জন প্রার্থী তাদের বায়োডাটা জমা দিয়েছেন। এছাড়াও সহসভাপতি পদে৩৫ জন, যুগ্মসাধারণ সম্পাদক পদে ৪৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সকাল ১০টায় কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সম্মেলন উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সম্মানিত অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা থাকবেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি থাকবেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, রেলপথ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কািমটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, মাহফুজুর রহমান মিতা এমপি, দিদারুল আলম এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উত্তর জেলা আ’লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, যুগ্মসাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, উপপ্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, এ কে এম আজগর আলী, জাবেদুল আজম মাসুদ, মোহাম্মদ হানিফ চৌধুরী, মো. সাইফুল্লাহ আনসারী, মাহবুবুর রহমান বাবর। সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক লীগ, উত্তর জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু)

সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয়ে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মেলন প্রস্তুতি কমিটি। প্রস্তুতি কমিটির আহ্বায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু) এবং সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজ সম্মেলনের সার্বিক প্রস্তুতির তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাবেদুল আজম মাসুদ, মোহাম্মদ হানিফ চৌধুরী, মো. বোখারী আজম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, বাবর উদ্দীন সাগর, আলী আকবর, মো. শওকত হোসেন, প্রকৌশলী পলাশ বড়ুয়া, আজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় নেতাদের সংবর্ধনায় ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি
পরবর্তী নিবন্ধআনিসুরই জামাতুল আনসারের নেতা