আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা নিচ্ছে বাফুফে নির্বাচন কমিশন। প্রথম দিনে বহুল আলোচিত সভাপতি পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। তবে গতকাল মনোনয়ণ জমা দানের দ্বিতীয় ও শেষ দিনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল। যদিও তাবিথের পক্ষে তার ভাই তাজওয়ার আউয়াল মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আরামবাগ ক্লাবের সভাপতি। এবার আরামবাগ থেকে কাউন্সিলর হয়েছেন তিনি। দুপুর ১টার দিকে নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহীনকে নিয়ে ভাইয়ের মনোনয়নপত্র জমা দিয়েছেন তাজওয়ার। তাবিথ আউয়াল আবার নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি। তাবিথ আউয়ালের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর ফুটবল সংগঠক হিসেবে ভাইয়ের কাছে তার প্রত্যাশা জানিয়ে বলেছেন আমি চাইব দেশের ফুটবলকে যেন তৃণমূল থেকে উন্নয়ন করা হয়। ফুটবল নিয়ে আমরা আশাবাদী। ফুটবলে কাজ করার অনেক জায়গা আছে। কাউন্সিলর হিসেবে প্রার্থীদের কাছ থেকে অনেক ফোন পাচ্ছেন বলে জানিয়েছেন তাজওয়ার। তিনি বলেন আমাকে অনেকই ভোটের জন্য কল করছেন। আমি তাদের কাছে প্রথমেই জানতে চাচ্ছি আমার ভোটের বিপরীতে ফুটবলকে কী দেবেন। তাদের সঙ্গে কথা হচ্ছে। যাদের কথা ভালো লাগবে তাদের ভোট দেব।
এদিকে গত সোমবার বিকেলে তাবিথ আউয়াল জানিয়েছিলেন তিনি সশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা নাও দিতে পারেন। তাবিথ আউয়াল বলেছিলেন আমি ২০২০ সালে বাফুফে থেকে বের হয়েছিলাম। তারপর আর ঢুকিনি। এবার নির্বাচিত হলে সভাপতি হিসেবেই বাফুফে ভবনে প্রবেশ করবো। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকেই নিজে না এসে ভাইকে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল। তাবিথের পরপরই মনোনয়নপত্র জমা দিয়েছেন সহ–সভাপতি পদে নাসের শাহরিয়ার জাহেদী। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মনোনয়নপত্র জমা দিয়ে বলেন আমি প্রথমবার বাফুফে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি কাউন্সিলররা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। জিতলে দেশের ফুটবল উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবো।