সব হাতিয়ার দিয়ে ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে : ইরান

| মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

ইসরায়েলের হামলার জবাব দিতে হাতে থাকা সব হাতিয়ারই ইরান কাজে লাগাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই একথা বলেছেন। শনিবার ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। খবর বিডিনিউজের।

ইহুদি দেশটি প্রায় ১০০ যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালানোর দাবি করলেও ইরান চার সেনা নিহতের পাশাপাশি সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিল। তবে ইরানে হামলার পর প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের সামপ্রতিক হামলায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এরপর বলেন, ইসরায়েলের হামলাকে বাড়িয়ে কিংবা খাটো করে দেখা হবে না। ইরানকে নিয়ে ভুল হিসাব নিকাশ করেছে ইসরায়েল। সেটি ইরানকে শুধরে দিতেই হবে।

এবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই সোমবার টিভিতে প্রচারিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলকে সমুচিত ও কার্যকর পাল্টা জবাব দিতে ইরান হাতে থাকা সব হাতিয়ার ব্যবহার করবে।

একই বক্তব্যে বাঘাই বলেন, ইসরায়েলের হামলার প্রকৃতির ওপর ইরানের পাল্টা জবাবের মাত্রা নির্ভর করবে। এর আগে রোববার আয়াতুল্লাহ আলি খামেনি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান কীভাবে সবচেয়ে ভালভাবে শক্তি প্রদর্শন করতে পারে তার মাত্রা ইরানি কর্মকর্তারাই নির্ধারণ করবেন।

ইসরায়েলের সামরিক বাহিনী ইরানে তাদের হামলা সম্পর্কে জানিয়েছিল, ইসরায়েলি জঙ্গি বিমান তেহরানের কাছে ও ইরানের পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশে ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য সামরিক এলাকায় আঘাত হেনেছে। ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেই হামলার প্রতিশোধ নিতেই শনিবার ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল।

পূর্ববর্তী নিবন্ধজাপানে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীনরা, ইশিবার ভাগ্যে কী?
পরবর্তী নিবন্ধঅর্থনীতির প্রশ্নে ট্রাম্পের দিকে ঝুঁকছে বাইডেনপন্থী ভোটাররা