সব সরকারের মাস্টার প্ল্যান : বিএনপি

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

সরকার মাস্টার প্ল্যান করে হামলা চালিয়ে বিএনপির মহাসমাবেশ পণ্ড করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকাজুড়ে প্রাণঘাতী সংঘাতের পর রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, গ্রেপ্তার করে, বাস, ট্রেন, লঞ্চ পারাপার বন্ধ করে দিয়ে সরকার আমাদের মহাসমাবেশ ঠেকাতে পারেনি। তারা যখন দেখেছে বাধা উপেক্ষা করে লাখ লাখ লোক মহাসমাবেশে যোগ দিয়েছে, তখন তারা পরিকল্পিতভাবে হামলা করে আমাদের মহাসমাবেশকে পণ্ড করে দিয়েছে। তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার সম্পূর্ণ মাস্টার প্ল্যান করে বিএনপির সমাবেশে হামলা করিয়েছে। আমি আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খবর বিডিনিউজের।

বিবৃতিতে বিএনপি মহাসচিব নয়া পল্টনের ঘটনায় গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে হামলার প্রতিবাদে আজ হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান রাখেন।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের স্বাক্ষরে বিএনপি মহাসচিবের বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত তাণ্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও ন্যক্কারজনক। মহাসমাবেশের কর্মসূচি ঘোষণার পর থেকে আওয়ামী নেতামন্ত্রীদের ও পুলিশের বক্তব্যেরই প্রতিফলন বিএনপির সমাবেশে সশ্বস্ত্র ও রক্তাক্ত আক্রমণ। বেশ কয়েকদিন ধরে পুলিশের গণগ্রেপ্তার, হামলা এবং হুমকি ধামকি এবং আওয়ামী লীগের নেতাদের লাঠি হাতে বিএনপির মহাসমাবেশ প্রতিহতের ঘোষণারই বাস্তবায়ন হয়েছে আজ।

পূর্ববর্তী নিবন্ধঅনুমতি ছাড়াই সমাবেশ করে পুলিশকে জামায়াতের ধন্যবাদ
পরবর্তী নিবন্ধমুহতামিমের অপসারণ দাবিতে গভীর রাতে ছাত্রদের বিক্ষোভ, ভাঙচুর