সব শিশুরাই করবে খেলা
সব শিশুরাই পড়বে
সব শিশুরাই আগামীতে
গড়বে জীবন গড়বে।
সব শিশুদের পেতে হবে
সমান সমান অধিকার
সব শিশুদের পেতে হবে
দু:খ ব্যথায় প্রতিকার।
সব শিশুদের জীবন হবে
আলোয় আলোয় ভরা
সব শিশুদের কাকলিতে
হাসুক বসুন্ধরা।
আ.ফ.ম.মোদাচ্ছের আলী | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ