সব শিল্প কারখানার উৎপাদন অব্যাহত রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ

কালুরঘাট শিল্প এলাকায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, দেশের পোশাক শিল্পসহ সব ধরনের শিল্প কারখানার উৎপাদন অব্যাহত রাখতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিমন্ত্রী গতকাল শনিবার চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় দেশিবিদেশি বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শনশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর বাসসের।

প্রতিমন্ত্রী বলেন, একটি চিহ্নিত মহল দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করতে জ্বালাও পোড়াওসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রমিক মালিকসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী।

এ সময় বিজিএমইএর প্রথম সহসভাপতি নজরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি শফর আলী, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সুলাইমান, শ্রম অধিদপ্তরের পরিচালক মো. গিয়াস উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী কালুরঘাটে শ্রম অধিদপ্তরের উদ্যোগে নির্মাণাধীন কর্মজীবী মহিলা হোস্টেল পরিদর্শন করেন। ৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটির ৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি উদ্বোধন করা হবে। এই হোস্টেলের মাধ্যমে প্রায় ৯০০ শত শ্রমিকের আবাসন সুবিধা নিশ্চিত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর বালুচরে সবুজের ঢেউ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত