হত্যা মামলা থেকে দায়মুক্তি দিতে ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত–৩ এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বাকি থাকলো না। বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, এখন দেশে ফিরে রাজনীতি করতে তার আর কোনো আইনি বাধা নেই।
খালাস পাওয়া অন্যরা হলেন– সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান ও আবু সুফিয়ান।
বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, দুদক আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য–প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে আদালত তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন। এই রায়ের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা থাকলো না। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়। মামলাটিতে ২০০৮ সালের ২৪ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক। পরে ওই বছর ১৪ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।