সব ভূমি ও গৃহহীনকে গৃহায়ণের আওতায় আনা হবে

আনোয়ারায় ওয়াসিকা আয়শা খান এমপি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে মতবিনিময়কালে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তায় বসবাসের জন্য বাসগৃহ নির্মাণ করে দেওয়া আওয়ামী লীগ সরকারের একটি চমৎকার হৃদয়স্পর্শী উপহার।

নতুন ঘর পেয়ে সবার আনন্দ আমাকেও উদ্বেলিত করে। প্রধানমন্ত্রীর এই সেবামূলক দিকনির্দেশনা সঠিকভাবে পালন করার সুযোগ আমার জন্য সৌভাগ্যের। শেখ হাসিনার সরকার এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে মনোযোগী। অন্য অনেক উন্নয়নের পাশাপাশি এ দেশে গৃহহীন ও ভূমিহীন অসহায় মানুষদের ভূমি ও গৃহদানের বিষয়টিতে ভূমিকা রাখায় শেখ হাসিনা বিশ্বের ইতিহাসে অনন্য হয়ে থাকবেন।

সব ভূমি ও গৃহহীন মানুষকে গৃহায়ণের আওতায় আনা হবে। গতকাল শুক্রবার আনোয়ারায় ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে মতবিনিময়কালে তিনি এসব কথা। এ সময় উপস্থিত ছিলেন বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গফফার চৌধুরী, নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম, আব্দুর রহিম, স্বপন ধর, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ সভাপতি আজিজুল হক আজিজ, উপজেলা যুবলীগ নেতা ওহিদ, আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাতের সদস্য সচিব আবু তৈয়ব রাসেল, এম নাজিম উদ্দীন ছোটন, আরিফুল ইসলাম, আজম খান, মো. হারুন, শহিদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনজরুলের জন্মজয়ন্তী উদযাপনে বর্ণমালার হাট
পরবর্তী নিবন্ধ৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী