আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, শুধু সুনির্দিষ্ট কেউ কেউ নয়, জহির রায়হানসহ সব বুদ্ধিজীবী হত্যার হোতাদের মুখোশ উন্মোচন করতে হবে। একাত্তরের বিজয়ের পরও কারা জাতিকে মেধাশূন্য করার কাজে লিপ্ত ছিল। এই প্রশ্নের উত্তর খোঁজার গবেষণা করার সময় এসেছে।
গতকাল সকালে আইআইইউসি আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ কথা বলেন। আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং আইআইইউসির ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিভিশনের চেয়ারম্যান ড. আ জ ম ওবায়েদুল্লাহ এবং অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. আকতারুজ্জামান খান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অবঃ), আইআইইউসির প্রক্টর মোহাম্মদ মোস্তফা মনির চৌধুরী এবং ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডিরেক্টর মহিউদ্দীন হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। আলোচনা শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. শফিউল আলম ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।