বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক ফেরদৌস আরা আলীম পুরনো ও নতুন বছরের প্রাপ্তি ও প্রত্যাশা সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বিদায়ী বছরের কথা কী আর বলবো, ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক কোনো প্রাপ্তিই নেই; হারিয়েছি কেবল। প্রাপ্তি দেখছি শুধু সরকারি খতিয়ানে। এক বছরে মনে হচ্ছে যেন দশ বছর বয়স বেড়ে গেছে। আর নতুন বছরে প্রত্যাশার কথা যদি বলি, তাহলে চাই সবার ভালো হোক। সবকিছু ভালো হোক। করোনার যতো বিভীষিকা সব উড়ে যাক। অদ্ভূত এক আঁধারে ঢাকা পড়েছে চারপাশ। এ আঁধার কাটবে কখন, তা জানি না। মানুষ মানুষের পর হয়ে যাচ্ছে, এমন সময় আর না আসুক এটাই প্রার্থনা করি।