চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস এসোসিয়েশনের (বিএসবিওএ) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারী সকল প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের নির্বাচনী বোর্ড যাচাই বাছাই শেষে ১২টি পদের বিপরীতে দাখিলকৃত ১৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। আগামী ২০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
নির্বাচন বোর্ড সূত্র জানিয়েছে, সিডিউল অনুযায়ী গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত তারিখ ছিল। নির্বাচনী বোর্ড ইতোপূর্বে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করে সবগুলোই বৈধ পেয়েছে।
এবারের নির্বাচনে সংগঠনের চেয়ারম্যানের ১টি পদে বর্ণালী কর্পোরেশন লিমিটেডের মোহাম্মদ সরওয়ার হোসাইন এবং ওশেনিয়া এইড সার্ভিসেস লিমিটেডের এএইচএম মঞ্জুরুল আলম মঞ্জু মনোনয়নপত্র জমা দেন। প্রথম ভাইস চেয়ারম্যানের ১টি পদে সিকন এন্টারপ্রাইজ লিমিটেডের আহমেদ আনোয়ার হাসান এবং প্রেসটিজ কর্পোরেশনের রফিকুল ইসলাম মমিন মনোনয়নপত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যানের ১টি পদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশনের জুবাইর হাসান চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া ৯ জন পরিচালক পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন গ্রেট বেঙ্গল এন্টারপ্রাইজ লিমিটেডের মেজবাহ উদ্দিন লাবলু, জ্যাক শিপিং অ্যান্ড লাইটার্স লিমিটেডের আনোয়ার হোসাইন মজুমদার, এসোসিয়েটেড ট্রেডার্স অ্যান্ড মেরিনার্স লিমিটেডের লাবিবুর রহমান মালেক, গ্রিন এন্টারপ্রাইজ লিমিটেডের মোহাম্মদ কামরুজ্জামান, এনসেইনট ট্রেডার্স লিমিটেডের মোহাম্মদ আজিজুল হক, ইস্টিভেডর্স ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লাহ আল সগির, মেসার্স ইউনিয়ন ট্রেডার্সের এস এম মিল্লাত হোসাইন, নাবাদ খান অ্যান্ড কোং–এর নাবাদ খান, সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের সাফায়েত হোসাইন, সি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের হরমুজ শাহ বেলাল, এমএসএ সার্ভিসেস লিমিটেডের আল মুজিবুল বাসার এবং কে এম এজেন্সির মোহাম্মদ মশিউল আলম। সবগুলো মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
বিএসবিওএ নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কমডোর (অব.) সৈয়দ আরিফুল ইসলাম। বোর্ডের অপর দুই সদস্যের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম মুরাদ ও মোহাম্মদ মজিবুল হক মজিব। বোর্ড গতকাল দুপুরে বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করেছে।











