সব পোশাক কারখানা বন্ধ রাখতে বলল বিজিএমইএ

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:১৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের প্রথম দিন ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখতে বলেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে এ তথ্য জানান। খবর বিডিনিউজের।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সকল পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হলো। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত মাসেও এক সপ্তাহ বন্ধ ছিল পোশাক কারখানা।

পূর্ববর্তী নিবন্ধআজিজুল হক আল কাদেরী সুন্নিয়তের প্রসারে আজীবন কাজ করেছেন
পরবর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের জন্য সব আদালত বন্ধ ঘোষণা