সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই

আগ্রাবাদ গোসাইডাঙ্গা কমার্স কলেজ রোডে গণসংযোগকালে আবু তাহের

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৮:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ বন্দর পতেঙ্গা সংসদীয় আসনের জাতীয় পার্টি সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব আবু তাহের আজ শনিবার ৩১ জানুয়ানি সকালে ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর আগ্রাবাদ গোসাইডাঙ্গা কালিবাড়ী, আগ্রাবাদ ডেবারপাড়, আগ্রাবাদ কমার্স কলেজসহ আশপাশের বিভিন্ন এলাকায় অলিগলিতে গণসংযোগ করেন। এসময় দলের নেতাকর্মীসহ স্থানীয়রাও গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সাখে শুভেচ্ছা বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট কামনা করেন।

গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আবু তাহের বলেন, জাতীয় পার্টি সকল ধর্মের সমঅধিকারে বিশ্বাস করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে এদেশে সকল ধর্মের সমঅধিকার ছিল। ধর্ম নয়, বাংলাদেশের মানুষই আমাদের কাছে মুখ্য। জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাস করে। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের কাছে মানুষের মর্যাদাই প্রধান।
তিনি জাতীয় পার্টির শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, হিম্দু সম্প্রদায়ের পবিত্র দিন শ্রী শ্রী জন্মাষ্টমীর দিনে ছুটি ঘোষণা করেছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জাতীয় পার্টি গ্রহণ করেছিল। মসজিদ-মন্দির-গির্জায় বিদ্যুৎ বিল, পানির বিল জাতীয় পার্টির শাসনামলে মওকুফ করা হয়েছিল।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর যুগ্ন আহবায়ক ফজলে আজিম দুলাল, কে এম আবছার উদ্দিন রনি, নগর জা-পা সাবেক সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন জহির, বন্দর থানা জা-পা আহবায়ক জসীমউদ্দিন, আরমান মিয়া, জিসু, ওসমান, যুব নেতা মোহাম্মদ জাহেদ, নগর ছাত্র সমাজের আহবায়ক ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, যুগ্ন আহবায়ক আরাফাত আলম কচি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআলোকন ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে চ্যাম্পিয়ন নলান্ধা ফুটবল একাদশ
পরবর্তী নিবন্ধসংসদে গেলে এলাকার উন্নয়নকে দলীয় নয়, জনস্বার্থের জায়গা থেকে বিবেচনা করবো : ডা. রেজাউল করিম