‘সব ধর্মের মানুষের জন্য হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে হবে’

গারাংগিয়া মাদরাসার মাহফিল সম্পন্ন

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে গারাংগিয়ার কামিল মাদরাসার তিন দিনব্যাপী মাহফিল, ঈদে মিলাদুন্নবী (সা.) এবং হযরত বড় হুজুর ও ছোট হুজুরের বার্ষিক ঈছালে সওয়াব মাহফিল গতকাল শুক্রবার সম্পন্ন হয়। মোনাজাত পরিচালনা করেন গারাংগিয়ার পীর হযরত শাহ মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক সিদ্দিকী। মোনাজাত পূর্বে মুসল্লি সমাবেশে আনওয়ারুল হক সিদ্দিকী বলেন, ইসলাম মানুষকে শান্তিপ্রিয়, বিনয়ী ও মহৎ গুণাবলীর অধিকারী হতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, যদি আমার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ না থাকে তাহলে আমার কাজ প্রমাণ করে যে, আমি শান্তির ধর্ম ইসলামের অনুসারি নই। সব ধর্মের মানুষের প্রতি হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে হবে। এতে আরও বক্তব্য রাখেন হযরত শাহ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক মজিদি। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাদ্দিস আবদুল কাদের নিজামী, প্রবীণ শিক্ষক আবু তাহের, মাস্টার মুহাম্মদ মহিউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহীনুর চেয়ারম্যানের নীতি আদর্শকে ধারণ করতে হবে
পরবর্তী নিবন্ধভূজপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ধ্বংস