সব ধরনের রচনায় নাসের রহমানের অনায়াস দক্ষতা প্রশংসনীয়

‘সমকালে চিরকালের অনন্তধারা’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নাসের রহমান একজন সৃজনশীল ও বহুমাত্রিক লেখক। সমকালীন কথাসাহিত্যে তিনি প্রদর্শন করেছেন তাঁর সক্ষমতা। মননশীল রচনাতেও তিনি একজন কুশলী কারিগর। সবদিক দিয়ে তিন একজন আধুনিক সাহিত্যিক। সহজ সরলপ্রাঞ্জল ভাষায় তিনি রচনা করেন তাঁর গল্পউপন্যাস, নিয়মিত লিখেন প্রবন্ধ ও কলাম। সব ধরনের রচনায় তাঁর অনায়াস দক্ষতা প্রশংসনীয়।

গত ২০ ডিসেম্বর নগরীর কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে নাসের রহমানের সাম্প্রতিক গ্রন্থ ‘সমকালে চিরকালের অনন্তধারা’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

সাংবাদিকসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক সুজন বড়ুযা, চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, হুলাইন ছালেহ নূর কলেজের সাবেক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, কবিশিশুসাহিত্যিক অরুণ শীল, লোকসংগীত শিল্পী ইকবাল হায়দার, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, লেখক জাহাঙ্গীর মিঞা, কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন, শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, কবি মর্জিনা আখতার, আইনজীবী শঙ্করপ্রসাদ দে, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, জিনাত সিকদার, কবি অমিত বড়ুয়া, কবি আবুল কালাম বেলাল প্রমুখ। স্বাগত বক্তব্য দেনকবি আজিজ রাহমান, গল্পকার রুনা তাসমিনা, লেখকের পরিচিতি তুলে ধরেন তহুরা পিংকী, বইয়ের ভূমিকা পাঠ করেন চৌধুরী তেজস্বিনী বিদ্যা প্রাচুর্য আর রহমান, আবৃত্তি করেন প্রাজ্ঞ রহমান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সব সময় সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে
পরবর্তী নিবন্ধদোহাজারীতে পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ