মিরপুর টেস্টের প্রথম দিনেই প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ব্যাটারদের এমন ব্যর্থতার পর মিরপুর টেস্টে ঘুরে দাঁড়ানো কঠিনই বাংলাদেশের জন্য। তবে বোলাররা আশা দেখাচ্ছেন। বিশেষ করে স্পিনার তাইজুল ইসলাম। এরই মদ্যে ১৪০ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ৫টি উইকেট নিয়েছেন তাইজুল। মিরপুরের পিচে বল ঘুরছে প্রথম দিন থেকেই। একদিনে ১৬ উইকেট পতনের পর বোলারদের কাঁধে চড়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলাম বললেন ২২০–২৫০ করলে ম্যাচটা থাকত। এখনো অবশ্য আছে। তবে আরও ভালো করতে হবে আমাদের। তাইজুল মনে করেন প্রথম ইনিংসে কিছু রান কম হয়ে গেছে। ২০০–২৫০ করতে পারলেই বাংলাদেশ খুব ভালো অবস্থানে থাকতো। তবে পিচে যেহেতু স্পিন ধরছে, দক্ষিণ আফ্রিকাকে অল্পতেই আটকে দেওয়ার চিন্তা স্বাগতিকদের।
তাইজুল বলেন প্রথমে যেহেতু স্পিন করেছে দিনে দিনে স্পিন আরো বেশি ধরবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে অল আউট করা যায়। তাড়াতাড়ি অলআউট হয়ে গেলে আমাদের জন্য ভালো হয়। টেস্টের প্রথম দিনেই এতগুলো উইকেট পড়লো। এভাবে টেস্ট খেলার সৌন্দর্য নষ্ট হয় কিনা জানতে চাইলে জোড়ালো প্রতিবাদ করেন তাইজুল। আমাদের দেশে হলেই সৌন্দর্য নষ্ট হয়। সব দেশইতো করতেছে। হোম কন্ডিশনের সুবিধা সবাই নেবে। অন্যরা যখন নেয় তখন সৌন্দর্য নষ্ট হয় না। এটা মেনে নিতে হবে কেন। বাঁহাতি এই স্পিনার বলেন আপনি ভালো উইকেট দেন আর খারাপ উইকেট দেন। জিনিসটা ওরকম না। আমার মনে হয় ভালো খেলাটাই এখানে গুরুত্বপূর্ণ। কন্ডিশন এদিক ওদিক হবেই। উইকেটের দোষ দিয়ে লাভ নেই। ভালো না খারাপ খেলছি সেটা গুরুত্বপূর্ণ।