সবুজ সবুজ কী যে সবুজ
আমার দেশের মাটি,
তার উপরে লালের গোলক
সোনার চেয়ে খাঁটি!
এমন মাটি কোথায় আছে
কোথায় সোনা ফলে?
আমার দেশে হাওর- বাওর
রূপা সাগর জলে।
ধানের ক্ষেতে সবুজ দোলা
বাজায় রাখাল বাঁশি,
গোলায় ভরা সোনার ফসল
মুখে চাপা হাসি!
ছয় ঋতুতে ছয় রকম সুখ
আমার বাংলাদেশ,
এই মাটিতে হাসি – কাঁদি
হৃদয় জুড়ে বেশ।
এই মাটিতে মুক্তিযুদ্ধ
মুক্তিযোদ্ধার প্রাণ,
মাটি ছুঁয়ে শ্রদ্ধা জানাই
মায়ের বুকের ঘ্রাণ!