অভিনেত্রী পূজা হেগড়ে। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করেন। বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এরই মধ্যে নতুন আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। প্রযোজনা প্রতিষ্ঠান বিজয়ন্তী মুভিজের একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন পূজা। এতে তার সঙ্গে আছেন মালায়ালাম অভিনেতা দুলকার সালমান। এটি এই অভিনেতার দ্বিতীয় তামিল সিনেমা। এছাড়া এতে দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয় করবেন। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনা মহামারির কারণে ভারতে লকডাউন শুরুর ঠিক আগের মুহূর্তে সিনেমাটির চিত্রনাট্য শোনেন পূজা। পরবর্তী সময়ে এতে অভিনয়ের জন্য রাজি হন।