সবুজ তারুণ্যের স্বাধীনতা উৎসব

| শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

নগরীর চেরাগি পাহাড়ের লুসাই ভবনের সামনে ‘সবুজ তারুণ্য’ সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনে গতকাল শুক্রবার দুদিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব -২০২২’ এর সূচনা হয়। বিকাল ৪টায় সবুজ তারুণ্যের প্রধান উপদেষ্টা ২১নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন স্বাধীনতা উৎসবের উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাগরময় আচার্য ও সাধারণ সম্পাদক বিলাশ চক্রবর্তী। উদ্বোধনের পর বোধন আবৃত্তি পরিষদ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ‘কালচারাল ফোরাম’, চট্টগ্রাম কলেজের ‘ইসিএ ক্লাব’, কমার্স কলেজ ও সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ‘কালচারাল ক্লাব’। সন্ধ্যায় ২৫ মার্চের কালরাতে গণহত্যায় শহীদদের স্মরণে নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
আজ ২৬ মার্চ দ্বিতীয় দিনের আয়োজন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে। তাছাড়া শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা পুরষ্কারে ভূষিত, বোধন আবৃত্তি সংঠনের পরিবেশনা ও অতিথিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। পাশাপাশি সন্ধ্যায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করবে ব্যান্ড তীরন্দাজ, ম্যাট্রিক্যাল, অ্যামেচার ও রিফ্লেকশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকার উন্নয়ন ও জনবান্ধব সরকার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা