এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘চলো গড়ি সবুজ পৃথিবী’ স্লোগানে জলবায়ু পরিবর্তনের নেতিবাচকতার ফলে বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে ১ লক্ষের অধিক গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির সমাপনী অনুষ্ঠান নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে কালুরঘাটস্থ জে.টি রোড নার্সারী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন’র চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর রেজাউল করিম, সীতাকুণ্ড উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অ্যাড. মোস্তফা নুর, শফিকুল ইসলাম রাহী, কাজী আহসান ইকবাল মন্জু, নেছার আহমেদ খান, ম. মাহমুদুর রহমান শাওন, ইমতিয়াজ আহমেদ, জহির রায়হান, নাইমুল কালাম, বাবলু বড়ুয়া, মোহাম্মদ আজিজুল ইসলাম ও বিভিন্ন উপজেলা, ওয়ার্ড, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। প্রফেসর ড. মো. সেলিম উদ্দীন বলেন, গাছ প্রাকৃতিক অঙিজেনের কারখানা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ নানা রকম দুর্যোগে গাছই আমাদের সুরক্ষা দেয়। কাজেই সভ্যতার উন্নয়নের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত প্রতিবেশ সুরক্ষায় সকলকে আন্তরিক ও সচেতন হতে হবে এবং পরিকল্পিত বাসযোগ্য নগর গড়তে সবুজায়ন কর্মসূচির প্রসার ঘটাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।