সবুজবাগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ মে, ২০২১ at ৫:২৫ পূর্বাহ্ণ

নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়ে চারদিন চিকিৎসাধীন থাকার পর সরওয়ার জনি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক মাদক বিক্রিতে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার (৮ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সরওয়ার জনি নগরীর হালিশহর থানার রামপুর ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার নুর আলমের ছেলে। এ ঘটনায় জনির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজাদীকে বলেন, এলাকায় আধিপত্য নিয়ে সরওয়ার জনির সঙ্গে প্রতিপক্ষ কোরবান-সাজু-সাজ্জাদ গ্রুপের বিরোধ ছিল। গত ৪ মে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের লোকজন সরওয়ার জনিকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় তার উরুর রগ কেটে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। আইসিইউতে থাকা অবস্থায় গত (শনিবার) রাতে তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইডি সেজে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত তসলিমা নাসরিনের প্রশ্ন-কীভাবে হল?