সবিতা রাণী দাশ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত মিলন কান্তি দাশের স্ত্রী সবিতা রাণী দাশ (৭৮) গতকাল শনিবার সকালে পরলোকগমন করেন। তিনি ২ ছেলে ৩ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। শেষে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়। শিক্ষক মিলন কান্তি দাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দোলন কান্তি দাশের মা সবিতা রাণী দাশের মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ‘আইনবিদ লেখক সংবর্ধনা’ আজ
পরবর্তী নিবন্ধজহির মিয়া