সবার সহযোগিতায় চট্টগ্রামকে ঢেলে সাজাতে চাই

দক্ষিণ জেলা জামায়াত নেতৃবৃন্দকে জেলা প্রশাসক

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে গতকাল সোমবার জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক এবং দক্ষিণ জেলা নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে উপহার স্বরূপ সাহিত্য তুলে দেন।

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম১৬ আসনের এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক প্রমুখ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে বলেন, দেশের স্বাধীনতাসার্বভৌমত্ব, শান্তিসমপ্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়। জেলা প্রশাসক গুরুত্বসহকারে নেতৃবৃন্দের কথা শোনেন। জেলা প্রশাসক আশ্বস্ত করে বলেন, চট্টগ্রামের দায়িত্ব পালনেও আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। সবার সহযোগিতায় চট্টগ্রামকে ঢেলে সাজাতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং সিনিয়রস’ ক্লাবে ৮০০ কেভিএ সাবস্টেশন উদ্বোধন
পরবর্তী নিবন্ধউৎসব সুপার মার্কেটের ব্লগিং প্রতিযোগিতায় সেরা ১০ কনটেন্ট ক্রিয়েটর সম্মানিত