কেবল রোগের অনুপস্থিতিই সুস্বাস্থ্য নয়, সুস্বাস্থ্য পেতে হলে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকতে হবে। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি, সমস্যা সমাধান করতে পারি, এগিয়ে যেতে পারি।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের (সিআইএমসিএইচ) মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত ‘সবার মানসিক স্বাস্থ্য ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এএসএম রিদওয়ান এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইএমসিএইচের পরিচালক অধ্যাপক আমির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ। সেমিনারের পর র্যালি বের হয়। প্রেস বিজ্ঞপ্তি।