ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেছেন, চট্টগ্রামে চিকিৎসকদের কাছে বিপদের বন্ধু নামে সুপরিচিত ছিলেন ডা, গোলাম মূর্তাজা হারুন। যেকোন সংকটে সবার আগে তিনিই এগিয়ে এসেছেন। যার কারণে ডা, গোলাম মুর্তাজা হারুনকে সমস্যার সমাধানকারী হিসেবে মনে জায়গা করে দিয়েছেন চিকিৎসক সমাজ। গত শুক্রবার রাতে নগরীর পাঁচলাইশের একটি কমিউনিটি সেন্টারে বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ও ড্যাব চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ডা. গোলাম মূর্তাজা হারুনের প্রথম মৃত্যুবার্ষিকীতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখা আয়োজিত স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ড্যাব চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৯১ সাল থেকে ড্যাব চট্টগ্রাম জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ডা. গোলাম মূর্তাজা হারুন। সেই থেকে ডাক্তারদের যে কোন প্রয়োজনে, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেডিকেল কলেজের যে কোন প্রয়োজনে তিনি এগিয়ে এসেছেন সবার আগে। স্মরণসভা অনুষ্ঠানের আহ্বায়ক ও ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সি. সহ সভাপতি ডা. আবদুস সেলিম, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. মো, জসিম উদ্দিন, অধ্যাপক ডা, ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. আব্দুল আলিম, অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, ডা. ফরিদুল আলম, ডা. বিশ্বনাথ দাস, ডা. আনোয়ারুল আজিম, ডা. ফয়েজুর রহমান, ডা. আবু নাছের, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মুহাম্মদ ইউছুপ, ডা. আব্দুল মান্নান শিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।