সবার জন্য বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা চাই

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

মানুষের জীবনধারণের জন্য সবচেয়ে অপরিহার্য উপাদান পানি। খাদ্য ছাড়া একজন মানুষ বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে, কিন্তু পানির অভাবে কয়েক দিনের বেশি টিকে থাকা সম্ভব নয়। তাই পানিকে জীবনের প্রতীক বলা হয়। তবে শুধু পানি নয়, বিশুদ্ধ পানীয় জল বা নিরাপদ পানি পাওয়া মানুষের সুস্থ জীবনের প্রধান শর্ত। বিশুদ্ধ পানি না খেলে কলেরা, আমাশয়, হেপাটাইটিস, ডায়রিয়া, টাইফয়েডসহ নানারকম জলবাহিত রোগ ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর লাখ লাখ মানুষ শুধু দূষিত পানি পানের কারণে অসুস্থ হয়ে পড়ে এবং অনেকেই মৃত্যুবরণ করে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে বিশুদ্ধ পানির অভাব এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্রামাঞ্চলে অনেক মানুষ টিউবওয়েল ব্যবহার করলেও কোথাও কোথাও আর্সেনিকের প্রকোপ রয়েছে। শহরে অধিকাংশ মানুষ ফিল্টার বা বোতলজাত পানির ওপর নির্ভর করে। তবে এর মধ্যেও ভেজাল বা নিম্নমানের পানির সমস্যা দেখা দেয়। তাই সরকার ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে মানুষ সহজে বিশুদ্ধ পানি পায়।

ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,

জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

পূর্ববর্তী নিবন্ধডিলান টমাস : ব্যতিক্রমী কবি প্রতিভা
পরবর্তী নিবন্ধমোবাইল আসক্তিতে বর্তমান প্রজন্ম