সবার জন্য ছড়া

সোমা মুৎসুদ্দী | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

একটি ছড়া বাবার জন্য

একটি ছড়া মায়ের

একটি ছড়া ছোট্ট খুকির

একটি ছড়া গাঁয়ের।

 

একটি ছড়া খোকন সোনা

মনটা দিয়ে পড়ে

মনের মাঝে বীর শহীদের

মূর্তিটাকে গড়ে।

 

একটি ছড়া ফুল পাখিদের

একটি ছড়া মাঠের

একটি ছড়া বিকেল বেলার

জমে ওঠা হাটের।

 

পাহাড় নদীর ছড়াও আছে

পড়তে লাগে বেশ

ভালো ছড়ায় ছড়িয়ে আলো

গড়বে সোনার দেশ।

পূর্ববর্তী নিবন্ধচিরচেনা রূপ
পরবর্তী নিবন্ধবিষটি মেয়ে