সবার জন্য করোনার টিকা নিশ্চিত করার দাবি

সিপিবি ষোলশহর শাখার সভা

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানা কমিটির অধীন ষোলশহর শাখার সভা গতকাল মঙ্গলবার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ষোলশহর শাখার সদস্য রফিকুল ইসলাম।
অতিথি ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ও পাঁচলাইশ থানা সম্পাদক রাহাতউল্লাহ্‌ জাহিদ। বক্তব্য দেন শাখা সম্পাদক বাদল কান্তি নাথ ও নজরুল ইসলাম। বক্তারা জনগণের আকাঙ্ক্ষিত বাজেট প্রণয়ন, সবার জন্য টিকা নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এলাকার নালা-নর্দমা সংস্কার করে জলাবদ্ধতা নিরসন, ভাঙা রাস্তাঘাটের মেরামত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মীরসরাই : মীরসরাই কমিউনিস্ট পার্টির সাধারণ সভা গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমরেড ফরিদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা।
বক্তব্য দেন পলাশ কিশোর পাল, নুরুল হুদা, জানে আলম, গোপাল নাথ প্রমুখ। বক্তারা বলেন, অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের পাশাপাশি ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারকে এই দুর্ভোগের সমাধান করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধফকিরপাড়া একতা সংঘের আত্মপ্রকাশ অনুষ্ঠান