সবার কথা বলার সুযোগ করে দেয়া সরকারের প্রধান লক্ষ্য

রাঙামাটিতে পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো অন্তর্বর্তী সরকারের প্রধানতম লক্ষ্য। গতকাল শনিবার বিকালে রাঙামাটি জেলা শহরের ঐতিহাসিক ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ‘মোনঘর’র ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় পার্বত্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা সবসময় বলে থাকেন৫ আগস্টের পরিবর্তন এসেছে সবার জন্য। প্রধান উপদেষ্টা গত ১১ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদেরকে একটি আধুনিক পরিবর্তনশীল বৈষম্যমুক্ত সমাজ, দেশ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম পরিচালনার আহ্বান জানিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।

উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দায় দায়িত্ব রয়েছে। আমরা সবাই এক সঙ্গে এগিয়ে যেতে চাই। আমি চাই পার্বত্য অঞ্চলে কোয়ালিটি অ্যাডুকেশন, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ও লাইভলিহুড এর ওপর কাজ করতে। এসময় তিনি এসকল বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন। এর আগে, সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় মোনঘর আবাসিক বিদ্যালয় ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যে ছাত্রাবাসে এতিম ও দুর্গম এলাকার ছাত্ররা থাকার সুযোগ পাবেন। অনুষ্ঠানে ‘মোনঘর’র কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেনউপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা, সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, ধর্মীয় গুরু শ্রদ্ধালংকার মাহাথের, মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজের পরিচালক ও অধ্যক্ষ অশোক কুমার চাকমা, কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কীর্তি নিশান চাকমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের বিভিন্ন স্কুলে সালমা আদিল ফাউন্ডেশনের বৃত্তি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সাংবাদিক ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন