সবার একটা কমফোর্ট জোন থাকা চাই

এস এম সালাহ্‌উদ্দিন সামির | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

যাদের কাছে হেজিটেশন ছাড়াই বলা যাবে সব। যেখানে কোনো অভিনয় করা লাগবে না আপনি যেমন ঠিক তেমনই নিজেকে প্রকাশ করতে পারবেন। খুব সিরিয়াস বিষয় গম্ভীর হয়ে কিংবা খুব লেইম বিষয়টি নিয়ে কথা বলে যেখানে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া যাবে। যেকোনো মতামত যেখানে প্রকাশ করা যাবে অনায়াসেই।

হাসার খবর না জানুক, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গলায় কথা আটকে গেলে অন্তত মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিক। বুকের ভেতর জমাট বাঁধিয়ে থাকা কষ্টগুলোর ভাগ অন্তত নিক। খুব খারাপ সময়ে মাথার ওপরে ভরসার হাতটুকু অন্তত রাখুক। বেশি কিছু লাগবে না জাজমেন্টাল না হয়ে শুধু আপনি নামক মানুষটাকে আপনার মতো করে বুঝুক। আপনার কথাগুলো শুনে আপনার মতো সান্ত্বনা দিক।

সবার একটা কমফোর্ট জোন হোক যেখানে কোনো ফরমালিটিস না দেখিয়ে নিজেকে প্রকাশ করা যাবে অনায়াসেই। সবার একটা কমফোর্ট জোন থাকুক।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়িতে ভিড়ল দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ
পরবর্তী নিবন্ধজব্বারের বলীখেলা