রক্ত উঠে টগবগিয়ে
বুকে আসে বল
স্বাধীন দেশের ঝান্ডা হাতে
চলরে সবাই চল।
নয় নয়টি মাস যুদ্ধ শেষে
১৬ই ডিসেম্বর এলো
মুজিব তাঁর রক্ত দিয়ে
দেশটি দিয়ে গেল।
প্রাণের চেয়ে অধিক প্রিয়
দেশ মাতৃভূমি
তোমার ডাকে উঠবো জেগে
সবার আপন তুমি।
নিশাত হাসিনা শিরিন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:৪২ পূর্বাহ্ণ