সবার আগে বিশ্বকাপে জার্মানি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের নিয়মিত সদস্য জার্মানি। আগামীবারেও তার ব্যতিক্রম হচ্ছেনা। সবার আগে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল জার্মানি। ২০২২ কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে জার্মানি। গত মার্চে এই মেসিডোনিয়ার বিপক্ষেই ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল জার্মানি। একদিকে নিজেদের জয় আর অন্যদিকে গ্রুপের অন্য ম্যাচে রোমানিয়ার মাঠে আর্মেনিয়া পয়েন্ট হারানোয় কাতারের টিকেট নিশ্চিত হলো জার্মানির। আট ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। আর্মেনিয়াকে ১-০ গোলে হারানো রোমানিয়া ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে। ১২ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে মেসিডোনিয়া। সমান পয়েন্ট নিয়ে চারে আর্মেনিয়া। লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারানো আইসল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে। লিখটেনস্টাইনের ১ পয়েন্ট। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের বিপক্ষে কষ্টের জয় বিসিআইসির
পরবর্তী নিবন্ধপটিয়ায় সামাজিক বনায়ন রক্ষার দাবি