সবার আগে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

কানাডার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে কোপা আমেরিকা কাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে এসে টানা জয় তুলে নিল চ্যাম্পিয়নরা।

আর টানা দুই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। চিলিকে ১-০ গোলে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেয় মেসির দল। খেলার ৮৮ মিনিটে জয় সূচক গোলটি করেন মার্টিনেজ। মেসির কর্নার কিক থেকে উড়ে আসা বলে দারুণ এক ভলীতে বল জালে পাঠান মার্টিনেজ।

অথচ পুরো ম্যাচে প্রায় এক তরফা খেলেছে আর্জেন্টিনা। মুহুর্মুহু আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি মেসি, ডি মারিয়া, মার্টিনেজরা। বল দখল, আক্রমণ সব দিক থেকে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু গোল করতে পারেনি। চিলির পোস্টে ২২ টি শর্ট নিয়েছে আর্জেন্টিনার ফরোয়ার্ডরা।

কিন্ত লক্ষ্যে থাকেনি বেশিরভাগ শট। চিলিও নিজেদের রক্ষণ সামলে আক্রমণের চেষ্টা করেছে। কিন্ত সফলতা আসেনি। শেষ পর্যন্ত মার্টিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি সবার আগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা।

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় নতুন আইন-বিরোধী বিক্ষোভ পার্লামেন্টে আগুন, গুলিতে নিহত ১০
পরবর্তী নিবন্ধরাসেলস ভাইপার : ফোন ধরতে ধরতে গলদঘর্ম বনবিভাগ